শনিবার, ০৪ মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সীমানার ওপারে

টিকা নিলে থাইল্যান্ড গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে হবে না

অনলাইন ডেস্ক
১০ মার্চ ২০২১

মহামরি করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণকারী বিদেশিদের থাইল্যান্ড ভ্রমণ করলে কোয়ারেন্টাইনে আর থাকতে হচ্ছে না। রয়টার্স জানায়, আগামী মাস থেকে ১৪ দিনের কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা তুলে নিচ্ছে দেশটির সরকার।

সোমবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন থাই স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল

স্বাস্থ্যমন্ত্রী জানান: করোনা টিকা গ্রহণকারী বিদেশিদের থাইল্যান্ড গমনে কোনো ধরনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে ভ্রমণের ৩ মাসের মধ্যে এ টিকা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ভ্রমণের ৩ দিন আগের করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।

তিনি আরো বলেন, যারা এখনো টিকা গ্রহণ করেননি, তবে করোনাভাইরাস সার্টিফিকেট রয়েছে, থাইল্যান্ডে এসে তাদেরকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

করোনা মহামারির শুরু থেকে চরম ক্ষতির মুখে পড়েছে থাইল্যান্ডের পর্যটন খাত। মহামারি প্রতিরোধে দেশটিতে আসা সকল পর্যটকদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টান বাধ্যতামূলক ছিলো। কিন্তু সেই অবস্থান থেকে সরে আসছে সরকার।

গত অক্টোবরে থাইল্যান্ড বিদেশীদের জন্য সীমান্ত খুলে দিলেও কোয়ান্টাইনের নিয়মের কারণে বিদেশিদের ভ্রমণ কমে যায়। তবে সে নিয়ম শিথিল করার ঘোষণায় আবার প্রাণ পাবে দেশটির পর্যটন।

ওয়ালটন কারখানা পরিদর্শনে ৪ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষকরা
‘দেশের মেধা, দেশের শিল্প উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ’

আপনার মতামত লিখুন