থাইল্যান্ড ভ্রমণ: বিদেশি পর্যটকদের দিতে হবে প্রবেশ ফি

বিদেশি পর্যটক। ছবি: সংগৃহীত
থাইল্যান্ড আগামী এপ্রিল থেকে বিদেশি পর্যটকদের জন্য ৯ ডলার প্রবেশ ফি চালু করতে যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বুধবার থাই সরকারের মুখপাত্র থানাকর্ন ওয়াবুনকংচানা দেশটির এই সিদ্ধান্তের কথা জানান।
থাই সরকারের মুখপাত্র বলেন, বিদেশি পর্যটকদের জন্য ৯ ডলার চার্জ (৩০০ থাই বাথ) ফ্লাইটের ভাড়ায় অন্তর্ভুক্ত হবে।
মহামারির আগে থাইল্যান্ডে বছরে প্রায় ৪ কোটি পর্যটক ঘুরতে আসতেন। পর্যটন খাতকে আবারও ঘুরে দাঁড়াতে নানা কর্মসূচি নিচ্ছে দেশটি। গত ২০ বছরের মধ্যে দেশটির পর্যটন খাত সবচেয়ে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের হিসেবে, চলতি বছর ৩৯ বিলিয়ন থেকে ৫৪ বিলিয়ন ডলার পর্যটন থেকে আয় হবে। যার মধ্যে ২৪ বিলিয়ন ডলার আসবে বিদেশি পর্যটকদের থেকে।
মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী যদি বর্তমান ভ্রমণ নির্দেশনাই থাকে তবে ২০২২ সালে দেশটিতে ৫০ লাখ বিদেশি পর্যটক ঘুরতে যাবেন, যা মহামারিপূর্ব বছরের থেকে অনেক কম।
তবে চীন, ভারত এবং প্রতিবেশী দেশগুলো থেকে পর্যটক গেলে এই সংখ্যা ১৫ মিলিয়নে পৌঁছাতে পারে।
আপনার মতামত লিখুন