শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
মতামত

ঈদের ছুটি হোক এবার নিশ্চিন্তে ও আনন্দে

জাকির উদ্দিন আহম্মেদ
২৯ এপ্রিল ২০২২
জাকির উদ্দিন আহম্মেদ

জাকির উদ্দিন আহম্মেদ

বিগত দুই বছরের মত আমরা সবাই ঘর বন্ধি ইদ উদযাপন করে আসছি। কিন্তু এবার আমরা কেউ হয়তো ছুটে যাবো নাড়ির টানে বাড়িতে, আবার কেউ হয়তো যাবো বেড়াতে দেশের ভেতরে বা বাহিরে। টানা অনেক দিন ঈদের ছুটিতে আমরা ভুলে যাই আমাদের অফিস, বাসা কলকারখানা এবং সকল ব্যবসা প্রতিষ্ঠানের সুরক্ষার কথা। ঈদের ছুটিতে আমাদের সমাজে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। যা আমাদের অসচতেনতার কারনে আমরা এরূপ ক্ষয়ক্ষতি ও দূর্ঘটনার শিকার হয়ে থাকি। তবে আমরা যদি কিছুটা সচেতন হই তাহলে অনেকাংশে এই দূর্ঘটনা ও ক্ষয়ক্ষতির পরিমান হ্রাস পাবে।

আমরা আমাদের ঈদের ছুটি কাটাতে চাই নিশ্চিন্তে ও আনন্দে, তাই আমাদেরকে একটু সচেতন হতেই হবে। আমি আপনি সচেতন হলে সচেতন হবে প্রতিটি নাগরিক। তাই আসুন আমরা আমাদের অফিস, বাসা, কলকারখানা এবং সকল ব্যবসা প্রতিষ্ঠানকে চুরি বা অগ্নি দূর্ঘটনা এড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রতিরোধের বিভিন্ন প্রকার সুরক্ষা ও নিরাপত্তার ডিভাইস স্থাপনের সিদ্ধান্ত নেই। আমরা কি জানি? আমাদের বিপদের সময় ঐ সকল ডিভাইস সঠিকভাবে কাজ করবে কি না? অথবা আমাদের অনুপস্থিতিতে সকল ডিভাইস সম্পূর্ন রূপে সচল থাকবে কি না? এই প্রশ্নটি হয়তো কোন দূর্ঘটনা ঘটার পর আমরা চিন্তা করি অথবা অন্যান্য সহকর্মীর সাথে বা পরিবারের সাথে শেয়ার করি।

সব চিন্তা মুক্তি দিয়ে আসুন আমরা জেনে নেই ঈদের ছুটি নিশ্চিত ও আনন্দদায়ক করতে হলে আমাদের কি কি করতে হবে।

সিসি টিভি ক্যামেরাঃ আপনার অফিস, বাসা, কলকারখানা এবং সকল ব্যবসা প্রতিষ্ঠানে যদি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে থাকেন, ঈদের ছুটিতে কোথাও যাওয়ার আগে কি কি ব্যবস্থা গ্রহন করবেন আসুন জেনে নেই।

  • প্রতিটি সিসি টিভি ক্যামেরা সচল আছে কি না? অথবা বৈদ্যুতিক মিটার এর মেইন সুইচ বন্ধ করে দিলে প্রতিটি ক্যামেরা এবং রেকর্ডার সচল থাকবে কি না?
  • রেকর্ডার এর হার্ড ডিস্ক ড্রাইভ কার্যকর আছে কি না? অথবা পর্যাপ্ত স্পেস রয়েছে কি না?
  • রিমোট ভিউ এর জন্য ইন্টারনেট সংযোগ সচল রয়েছে কি না?
  • রিমোট ভিউ সফটওয়্যার (মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ) সচল রয়েছে কি না?
  • রিমোট ভিউ ও অপারেশন এক্সেস যেমনঃ- ইমেইল, এস এম এস, ছবি, নোটিফিকেশনগুলো সচল অথবা সঠিক এড্রেসে রয়েছে কি না?

ফায়ার এলার্ম সিস্টেম যদি স্থাপিত থাকে আপনার অফিসে, কারখানায় অথবা ব্যবসা প্রতিষ্ঠানে তাহলে কি ব্যবস্থা গ্রহন করবেন এই ঈদের ছুটিতে যাওয়ার আগে

  • ফায়ার এলার্ম সিস্টেমের কন্ট্রল প্যানেল এর ব্যাটারি চেক করতে হবে, চার্জ হচ্ছে কি না, চার্জ থাকছে কি না এবং ইলেক্ট্রিসিটি অফ করার পর অন্তত ১৫ মিনিট ডিভাইস গুলো চলছে কি না?
  • কন্ট্রোল প্যানেলের সাথে যদি জি এস এস মডিউল সংযুক্ত থাকে তাহলে সিম সচল রয়েছে কি না? সিমের ভিতর এস এস এস প্রদানের জন্য পর্যাপ্ত রিচার্জ রয়েছে কি না?
  • কোন কোন প্রতিষ্ঠানে ফায়ার এলার্ম সিস্টেম এর ফলস এলার্ম হয় বলে অনেকেই বেল এর সংযোগটি বিচ্ছিন্ন করে রাখে, তা পুনরায় সংযোগ দেয়া হয়েছে কি না?
  • প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড ফায়ার এলার্ম সিস্টেম প্যানেল এর পর্বেক্ষন অথবা পরিদর্শনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

যদি আপনার প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা থাকে ফায়ার হাইড্রেন্ট ও স্প্রিংকলার সিস্টেম-

  • এই ঈদের লম্বা ছুটিতে যাওয়ার আগে অবশ্যই চেক করতে হবে পানির রিজার্ভ ট্যাংকে পর্যাপ্ত পানি রয়েছে কি না?
  • ফায়ার পাম্প এর বিদ্যুৎ সংযোগ সঠিকভাবে রয়েছে কি না?
  • ফায়ার পাম্প এ (ডিজেল চালিত) পর্যাপ্ত পরিমান ডিজেল রয়েছে কি না? এবং ব্যাটারির সংযোগ সঠিক রয়েছে কি না?
  • পাম্প রুমের ডেলিভারি রাইজার এ পানির প্রেসার (প্রেসার গেজ) সঠিক রয়েছে কি না?
  • প্রতিষ্ঠান বন্ধ করার আগে একেবারে শেষ প্রান্তের হোজ রিল চালু করে পানির প্রেসার এবং সম্পুর্ন সিস্টেম নুন্যতম ১ মিনিটের জন্য চালু করে দেখতে হব।

এভাবেই আপনি আপনার প্রতিষ্ঠানের সিকিউরিটি ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা সচল রয়েছে কি না অথবা 

আপনার বিপদের সময় সঠিকভাবে সচল থাকবে কি না তার পূর্ববর্তী করনিও গুলো ঈদের ছুটির আগেই 

দায়িত্বের সাথে সেরে নিতে হবে। আমরা জানি বিভিন্ন বন্ধের সময় দূর্ঘটনা বৃদ্ধি পায়। তাই আসুন আমরা 

আমাদের জীবন ও সম্পদ সুন্দর ও নিরাপদ রাখি। এই ইদ হোক সবার আনন্দের।

জাকির উদ্দিন আহম্মেদ
সেক্রেটারি জেনারেল, সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশন
জয়েন্ট সেক্রেটারি জেনারেল, ইলেক্ট্রনিক্স সেফটি এন্ড সিকিউরিটি এসোসিয়েশন অব বাংলাদেশ।


নতুন রূপে মিলছে ভিভো ওয়াই৩৩এস
ভিভোর ফোল্ডেবল স্মার্টফোন, সঙ্গে প্যাড

আপনার মতামত লিখুন