ভ্রমণের জন্য বিনা সুদে ঋণ

ফাইল ছবি
আইপিডিসি ফাইন্যান্স ও অনলাইন ওয়ান-স্টপ ট্রাভেল সলিউশন গো জায়ানের মধ্যে সমঝোতা চুক্তির আওতায় দুই লাখ টাকা পর্যন্ত ভ্রমণ ঋণ দিচ্ছে আর্থিক প্রতিষ্ঠানটি। এই ঋণ ছয় মাসে পরিশোধ করলে কোনো সুদ দিতে হবে না। ১৮ মাস পর্যন্ত পরিশোধের সুযোগ রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইপিডিসির সর্বশেষ সেবা কনজুমার হোয়াইট গুডস ফাইন্যান্সিং প্রোডাক্ট আইপিডিসি ইজি ব্যবহার করে বাংলাদেশি ভ্রমণপিপাসুরা প্রথমবারের মতো কোনো ক্রেডিট কার্ড ছাড়াই শূন্য শতাংশ সুদে ট্রাভেল লোন সুবিধা উপভোগ করতে পারবেন। গুলশান কার্যালয়ে আইপিডিসি ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস কায়সার হামিদ এবং গো জায়ানের সিইও রিদওয়ান হাফিজ চুক্তি স্বাক্ষর করেন।
আইপিডিসি ফাইন্যান্সের সিইও মমিনুল ইসলাম বলেন, তরুণদের মধ্যে ভ্রমণপিপাসা বেড়ে চলেছে এবং আমরা বিশ্বাস করি, অর্থ কখনই স্বপ্ন পূরণে বাধা হতে পারে না।' রিদওয়ান হাফিজ বলেন, ভ্রমণপিপাসুদের জন্য গো জায়ান সবসময় আকর্ষণীয় প্যাকেজ ও অফার দেওয়ার কথা ভাবে।
আপনার মতামত লিখুন