জাটকা নিধন রোধে সুবর্ণচরে সফল অভিযান, মাছ গেল এতিমদের পাতে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অভিযান চালিয়ে ১২০০ কেজি (৩০ মণ) জাটকা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে মানবিক উদ্যোগ হিসেবে এসব মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে চরবাটা ইউনিয়নের ভূইয়ারহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হাতিয়ার টাংকি বাজার থেকে এক পিকআপভ্যানে করে বিপুল পরিমাণ জাটকা মাছ ভূইয়ারহাট বাজারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপভ্যানসহ মাছগুলো জব্দ করে উপজেলা মৎস্য অফিসের একটি টিম।
সুবর্ণচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে বিশাল জাটকার চালান জব্দ করেছি। এরপর এসব মাছ এতিমখানায় বিতরণের সিদ্ধান্ত নিই। কারণ এগুলো নিলামে দিলে পুনরায় বাজারে ফিরে যাওয়ার ঝুঁকি ছিল।"
তিনি আরও বলেন, "জাটকা নিধন রোধে আমরা নিয়মিত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। যদি জাটকাগুলো বড় হতে পারত, তাহলে তা দেশীয় ইলিশের সরবরাহ বাড়াত এবং জেলে ও ব্যবসায়ীরা আরও বেশি লাভবান হতেন। কিন্তু সামান্য লাভের লোভে জাটকা নিধন করা হচ্ছে, যা ইলিশ উৎপাদনের জন্য বড় হুমকি। আমাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
উল্লেখ্য, প্রতি বছর সরকার ১ নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ আহরণ, পরিবহন, সংরক্ষণ ও বিক্রয় নিষিদ্ধ করেছে। এই আইন অমান্য করলে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হয়। তবুও কিছু অসাধু ব্যবসায়ী ও জেলে দাদনের ফাঁদে পড়ে জাটকা আহরণে লিপ্ত হন, যা ইলিশের প্রজননকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
অভিযান শেষে জব্দ করা ১২০০ কেজি জাটকা মাছ সমাজসেবার সহযোগিতায় উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এতে অসহায় শিশুদের মুখে হাসি ফুটেছে।
আপনার মতামত লিখুন