জাতীয়
পর্যটন করপোরেশনে নতুন চেয়ারম্যান নিয়োগ

মো. আলি কদর।
বাংলাদেশ পর্যটন করপোরেশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আলি কদর।
পর্যটন করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা গ্রেড-১ কর্মকর্তা মো. হান্নান মিয়াকে অবসরে যাওয়ার সুবিধার্থে গত ২১ ডিসেম্বর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর থেকে অতিরিক্ত সচিব এ এইচ এম গোলাম কিবরিয়া চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসছিলেন।
আপনার মতামত লিখুন