বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
জাতীয়

টাঙ্গুয়ার হাওরসহ সব পর্যটন এলাকায় সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২২

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরসহ সব পর্যটন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির জানান, হাওরের পানিও উত্তাল রয়েছে। চলাচলকারী নৌকাগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিকুল আবহাওয়ায় পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে তাদের আসতে নিষেধ করা হয়েছে।

সুনামগঞ্জের ৫ উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। শুক্রবার বিকালে সুরমার পানি কমে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বন্যায় সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা দোয়ারা বাজার ও ছাতক উপজেলা।

সুনামগঞ্জে বিশুদ্ধ পানির অভাবসুনামগঞ্জে বিশুদ্ধ পানির অভাব

সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কাশেম বলেন, বন্যা মোকাবিলা করার জন্য যথেষ্ট প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে বন্যা কবলিত উপজেলাগুলো পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। 

পর্যটন শিল্পে যুক্ত হল ‘সুন্দরবন হানি ট্যুরিজম’
ইপিবি প্রতিনিধিদলের ওয়ালটন হেড কোয়ার্টার পরিদর্শন, পণ্য রপ্তানিতে সহযোগিতার আশ্বাস

আপনার মতামত লিখুন