শুক্রবার, ০৩ মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ইভেন্ট

শনিবার চার জেলায় চালু হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার

স্টাফ রিপোর্টার
১৮ জানুয়ারি ২০১৯

বাংলাদেশি ভিসা প্রার্থীদের সুবিধা দিতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও সাতক্ষীরায় চারটি ভিসা সেন্টার চালু হতে যাচ্ছে।

শনিবার এসব ভিসা সেন্টার চালু করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

এর আগে গত ৬ জানুয়ারি ঠাকুরগাঁও ও বগুড়ায় দুটি ভিসা সেন্টার চালু করা হয়।

এতদিন বাংলাদেশের বিভিন্ন স্থানে নয়টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু ছিল। ফলে নতুন করে এই ছয়টি সেন্টার চালু হলে এ সংখ্যা দাঁড়াবে ১৫টিতে।

চলতি বছরের শুরুতেই দেশের আরো ৬ জেলায় ভিসা সেন্টার চালুর ঘোষণা দিয়েছিল ভারত সরকার। বাংলাদেশে এ কাজে সহযোগিতা করছে ভারতীয় স্টেট ব্যাংক।

হাইকমিশনে দেয়া তথ্যমতে, বাংলাদেশের প্রান্তিক ও দূরবর্তী এলাকায় বসবাসকারী নাগরিকদের ভারতীয় ভিসা চাহিদা পূরণ ও এর প্রাপ্যতা সহজ করার লক্ষ্যে এসব ভিসা সেন্টার চালু করা হচ্ছে। বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সুদৃঢ় করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক শক্তিশালী করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

আসুন পথিক, এইতো নীলাচল
পৃথিবীর সবচেয়ে রঙিন শহর

আপনার মতামত লিখুন