রোববার, ২৮ এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ইভেন্ট

ভিসা ছাড়া বিদেশ ভ্রমণ!

 ডেস্ক রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৯

ভিসা ছাড়া বিদেশ ভ্রমণের কথা শুনলেই অনেকে চমকে ওঠেন! কয়েকটি দেশ আছে, শুধু টিকেট কেটে সোজা এয়ারপোর্ট গিয়ে প্লেনে করে উড়ে চলে যাওয়া যায়, প্রয়োজন নেই কোনো ভিসার। চলুন জেনে নিই, কোন দেশগুলোতে যেতে বাংলাদেশী পাসপোর্টধারীদের ভিসার প্রয়োজন হয় না-

বাহামাস (চার সপ্তাহ পর্যন্ত), বার্বাডোস (ছয় মাস), ডোমিনিকা (ছয় মাস), ফিজি (চার মাস), সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডিনস (এক মাস), ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, ভানুয়াতু (এক মাস), মন্টসেরাত (তিন মাস), গাম্বিয়া (তিন মাস), গ্রানাডা (তিন মাস), হাইতি (তিন মাস), জ্যামাইকা, লেসোথো (তিন মাস), মালাওয়ি (তিন মাস), মাইক্রোনেশিয়া (এক মাস), টার্ক অ্যান্ড সিসেরো আইল্যান্ড (এক মাস), ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড (এক মাস), মাক্রোনেশিয়া (এক মাস), নিউয়ি (এক মাস)।

এছাড়া বেশ কয়েকটি দেশ আছে, যেগুলোতে যেতে হলে সেখানে পৌঁছে ভিসা করতে হবে- ভুটান, বলিভিয়া (তিন মাসের ভিসা), কেপ ভার্দে, কমোরোস, গিনি বিসাউ (তিন মাস), মাদাগাস্কার (তিন মাস), মালদ্বীপ (এক মাস), মাওরিতানিয়া, মোজাম্বিক (এক মাস), নেপাল (এক মাস), নিকারাগুয়া (তিন মাস), তিমরলেস্টে (এক মাস), টোগো (সাত দিন), তুভালু (এক মাস), উগান্ডা, বুরুন্ডি, জিবুতি (এক মাস), আজারবাইজান (এক মাস), ম্যাকাউ (এক মাস)।

বিশ্বের সেরা 'ট্রাভেল ফটো'র তালিকায় বাংলাদেশ
রূপের রাণী বান্দরবান

আপনার মতামত লিখুন