ইভেন্ট
সেন্টমার্টিন থেকে সরানো হচ্ছে কুকুর

পর্যটন দ্বীপ সেন্টমার্টিনে সৈকত থেকে বেওয়ারিশ কুকুরগুলো সরিয়ে ফেলা হচ্ছে। এর কারণ ডিম পাড়তে আসলেই মা কচ্ছপের ওপর ঝাঁপিয়ে পড়ে সংঘবদ্ধ কুকুর। এতে অনেক সময় মারা পড়ছে মা কচ্ছপ।
এছাড়া দ্বীপে ভ্রমণে আসা পর্যটকরা ছিল কুকুর আতঙ্কে। এ নিয়ে দ্বীপে বেওয়ারিশ কুকুর থাকবে কি থাকবে না, এই আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই ।
রোববার (২৭ মার্চ) বিকেলে সেন্টমার্টিন সৈকত থেকে কুকুর পুনর্বাসনের কার্যক্রম উদ্বোধন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।
ইউএনও পারভেজ চৌধুরী জানান, ‘সেন্টমাটিনে কুকুর বৃদ্ধি পাওয়ায় ভ্রমণে আসা দেশি-বিদেশি পর্যটকসহ স্থানীয়দের কামড় দেয়াও ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এছাড়া সৈকতে ডিম পাড়তে আসা কচ্ছপগুলো হুমকির মুখে রয়েছে। ফলে সুন্দর উপায়ে দ্বীপ থেকে কুকুর পুনর্বাসন কাজ শুরু করা হয়েছে।’
আপনার মতামত লিখুন