শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ইভেন্ট

৪ ডিসেম্বর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ল বান্দরবানের রুমা-রোয়াংছড়িতে

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২২

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় সাময়িক পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জেলা প্রশাসন। 

রোববার বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন তিবরিজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। 

বান্দরবান ক্যান্টনমেন্ট থেকে চিঠি পেয়ে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

জেলাটির দুর্গম অঞ্চলে সামরিক অভিযান ও পর্যটকদের নিরাপত্তার কথা জানিয়ে এ নিয়ে নবম বারের মতো এ নিষেধাজ্ঞা বাড়ানো হলো। 

এর আগে গত ২০ নভেম্বর উপজেলা দুটিতে পর্যটন নিষেধাজ্ঞা আজ পর্যন্ত বাড়ানো হয়েছিল। 

গত ১২ নভেম্বর ও ১৬ নভেম্বর আলীকদম উপজেলা ও থানচি উপজেলার নিষেধাজ্ঞা তুলে নেয় স্থানীয় প্রশাসন। 

গত ১৮ অক্টোবর রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

এরপর গত ২৩ অক্টোবর একই কারণ বলে পর্যটকদের থানচি ও আলীকদম উপজেলায় ভ্রমণে নিরুৎসাহিত করে স্থানীয় প্রশাসন। 

গত ১০ অক্টোবর লুকিয়ে থাকা জঙ্গি এবং সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়।

সোনালী ব্যাংকের ডিএমডি সুভাস চন্দ্রকে ভিসতা পরিবারের শুভেচ্ছা
খাগড়াছড়িতে ওয়ালটনের ‘কাস্টমার সার্ভিস পয়েন্ট’ উদ্বোধন

আপনার মতামত লিখুন