শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়

মুক্ত আসর ও টু‌গেদার উই ক্যা‌নের উদ্যোগে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০১৯

মুক্তিযুদ্ধ বিষয়ক সংগঠন মুক্ত আসর’র উদ্যোগে সিরাজগঞ্জ সদরে বন্যার্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ ছাড়া কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের নাটুয়ারপাড়া চরে ‘টু‌গেদার উই ক্যা‌ন’ নামে অপর এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
 
মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলার কাওয়াখোলা ইউনিয়নের মহেশকাংলা চরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এরপর কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের নাটুয়ারপাড়া চরে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

মুক্ত আসর’র সভাপতি আবু সাঈদ বলেন, ‘মহেশকাংলা বাজারে ১২০টি পরিবারের মাঝে ত্রাণ দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সেমাই ও চিনিসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।’

আবু সাঈদ আরও বলেন, ‘দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে মুক্ত আসর সবসময় সহায়তার হাত বাড়িয়ে দিয়ে থাকে। ভবিষ্যতেও আমাদের এমন জনসেবামূলক কাজ অব্যাহত থাকবে।’  

কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া চরের প্রতিবন্ধী স্কুল চত্বরে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয় ‘টুগেদার উই ক্যান’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অভিনেত্রী কাজী নওশাবার তত্ত্বাবধানে।

কাজী নওশাবা বলেন, ‘নাটুয়ারপাড়া চরে চার শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। আরও কয়েকটি অঞ্চলে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।’

টুকটুকের শহর কলম্বো
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন খুলনার মিরাজ

আপনার মতামত লিখুন