শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়

মুজিববর্ষ উপলক্ষে সমুদ্র তীর পরিষ্কার কর্মসূচি

স্টাফ রিপোর্টার
২২ ফেব্রুয়ারি ২০২০

‘মুজিববর্ষের অঙ্গীকার, সাগর রাখব পরিষ্কার’- এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ‘ন্যাশনাল বিচ ক্লিনআপ-২০২০’ কর্মসূচি পালন করা হবে।

কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান ও পর্যটকদের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বা মুজিববর্ষ উপলক্ষে যৌথভাবে এই কর্মসূচি গ্রহণ করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ও সমুদ্র পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন সেভ আওয়ার সি।

কর্মসূচির উদ্বোধন করবেন বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

এতে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকসহ পরিবেশ ও পর্যটন সংশ্লিষ্টরা।

এছাড়া সোমবার সাংবাদিকদের নিয়ে সমুদ্র পরিবেশ ও পর্যটনবিষয়ক দিনব্যাপী কর্মশালা এবং সব পক্ষের অংশগ্রহণে পর্যটন সম্প্রসারণ ও পরিবেশ সংরক্ষণে করণীয় নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

‘সিলেটকে দিয়ে দেশের পর্যটন শিল্প ব্রান্ডিং করা হবে’
ওয়ালটন কারখানায় যাচ্ছেন তিন মন্ত্রী

আপনার মতামত লিখুন