শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
অর্থনীতি

করোনা মোকাবিলায় পায়রা বন্দরকে সুরক্ষা সরঞ্জাম দিল সাইফ পাওয়ার

নিজস্ব প্রতিবেদক
১৭ জুন ২০২০

করোনা মোকাবিলায় পায়রা বন্দর কর্তৃপক্ষকে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

বুধবার (১৭ জুন) সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোলের হাতে সুরক্ষা সরঞ্জাম প্রদান করেন।

সাইফ পাওয়ারটেক এর সিএফও হাসান রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, সুরক্ষা সরঞ্জামের মধ্যে ১০০০ পিস সার্জিক্যাল মাস্ক, ৩০০ পিস রাবার গ্লাভস, ২৫ পিস পিপিই, ২৫ পিস গগলস, ৫ পিস ইনফার্ট থার্মোমিটার ও ৫ লিটার হেক্সিসল ছিল।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালক আমিন উজ্জামান। পায়রা বন্দর কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন কমডোর এম জাকিরুল ইসলাম, কমান্ডার এম রাফিউল হাসাইন, মহিউদ্দিন আহমেদ খান ও ক্যাপ্টেন এম মুনিরুজ্জামান।

সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব তরফদার মো. রুহুল আমিন ভবিষ্যতে পায়রা বন্দর কর্তৃপক্ষের যে কোনো প্রয়োজনে পাশে থাকবেন বলে জানিয়েছেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল এই দুর্যোগের সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের প্রশংসা করেন।

বাজেটে পর্যটন খাতকে অবহেলা করা হয়েছে
তাঁদের ফোকাসে আনতে হবে আমাদের স্বার্থেই

আপনার মতামত লিখুন