বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ইভেন্ট

গাজীপুরের পর্যটন শিল্পে আবারও ধস

নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি ২০২২

করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ঢেউ মোকাবেলা করে নানা বাধা বিপত্তির মধ্যেও ২০২২ সালের শুরুতেই নব উদ্যমে ঘুরে দাঁড়িয়েছিল শিল্প সমৃদ্ধ নগরী গাজীপুরের পর্যটন শিল্প। সম্প্রতি ওমিক্রনের দ্রুত বৃদ্ধির ফলে আবারও থামকে গেছে এ অঞ্চলের পর্যটন শিল্প।

শনিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী জেলার প্রভাশালী বিনোদন পার্ক, কালিয়াকৈরের সোহাগ পল্লী,গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান ও শ্রীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক ঘুরে দেখা যায়,গত বছরের ডিসেম্বর মাসের শুরু থেকেই জমে উঠে ছিল বিনোদন পার্ক গুলো যা চলতি মাসের প্রথম সপ্তাহেও ভালই চলছিল। হঠাৎ ওমিক্রন আতঙ্কে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ঢল আর দেখা যাচ্ছে না।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানান, ওমিক্রনের প্রভাব না কমলে ভ্রমণ পিপাসুরা বিনোদন পার্ক গুলো থেকে মূখ ফিরিয়ে নিবে এবং এতে করে লোকসানে পড়তে পারে পর্যটন শিল্প।

ওমিক্রনে পর্যটকশূন্য হয়ে পড়ছে কক্সবাজার
সাগরদ্বীপে অন্যরকম উন্নয়নযুদ্ধ

আপনার মতামত লিখুন