সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ইভেন্ট

মঙ্গলবার থেকে সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত

রাঙামাটি প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২২

ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য রোববার (৬ ফেব্রুয়ারি) এবং সোমবার (৭ ফেব্রুয়ারি) বন্ধ থাকার পর মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) থেকে পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে।

সাজেকের খাসরাং হিল রিসোর্টের ম্যানেজার সুব্রত চাকমা বলেন, নির্বাচনের জন্য সাজেক পর্যটন স্পট বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার থেকে খুলে দেয়া হচ্ছে। তিনি বলেন, আগামীকাল থেকে তাদের রিসোর্টে বুকিং রয়েছে। 

রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) বোরহান উদ্দিন মিঠু বলেন, মঙ্গলবার থেকে সাজেক আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা এবং সাজেকে পর্যটকবাহী সব ধরনের যানবাহন চলাচল এবং পর্যটন স্পট বন্ধ ঘোষণা করা হয়।

ওয়ালটন প্রথম রাখাইন ক্রীড়া উৎসবের উদ্বোধন
ওয়ালটন জাতীয় ফুটভলি প্রতিযোগিতায় জহিরুল ও আনসার চ্যাম্পিয়ন

আপনার মতামত লিখুন