শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
ঘুরে আসি

পরিবেশের জন্য দুই চাকায় দেশ ভ্রমণ

রুবেল মিয়া নাহিদ
২১ মার্চ ২০২২
আশীষ কুমার

আশীষ কুমার

সাইকেল চালাতে ভালো লাগে আশীষের। সেই ভালো লাগা থেকেই বাইসাইকেলে দেশের ৬৪ জেলা ঘুরে বেড়ানোর শখ হয় তার। কিন্তু সাইকেলে তো অনেকেই দেশ ঘুরেছেন। তিনি কেন ঘুরবেন- এমন ভাবনা থেকে আশীষ বেছে নিলেন গাছ লাগানোর কথা। দেশ ঘুরে পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করবেন এবং লাগাবেন গাছ। এই পরিকল্পনা মাথায় নিয়ে সাইকেলের প্যাডেলে চেপে বেরিয়ে পড়েন বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করা তরুণ আশীষ কুমার। মূলত ২০১৮ সালে সাইকেলে দেশ ভ্রমণ করা বন্ধু সাব্বির হোসাইনকে দেখে অনুপ্রাণিত হন আশীষ।

আশীষ বলেন, '২৭ নভেম্বর ময়মনসিংহ থেকে ভ্রমণ শুরু করি। এরপর গত ২৬ জানুয়ারি সর্বশেষ কক্সবাজারে গিয়ে ৬৪ জেলা ভ্রমণ শেষ করি। এতে সব মিলিয়ে আমি প্রায় পাঁচ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছি সাইকেলে। ভ্রমণে আমার খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। এর মধ্যে গাছ কেনা বাবদ খরচ হয়েছে প্রায় ১২ হাজার টাকা।'

প্রতি জেলায় পা রেখে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার চেষ্টা করেছেন আশীষ। এ ছাড়া প্ল্যাকার্ডের মাধ্যমে বৃক্ষরোপণ, রক্তদানে উৎসাহ প্রদান, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অনুরোধ এবং মাস্ক পরার তাগিদ দিয়েছেন তিনি। জেলায় জেলায় গিয়ে প্রায় ২০০ গাছের চারা রোপণ করেছেন। বিভিন্ন স্কুল ও কলেজের মাঠ কিংবা পরিত্যক্ত জায়গা বেছে নিয়েছেন গাছ লাগানোর জন্য।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে আশীষ বলেন, 'যতদিন পারি সাইকেল চালিয়ে যাব। আর দেশ তো ঘুরেছি, এবার সাইকেল নিয়ে দেশের বাইরে ভ্রমণে বের হতে চাই।'

ভারত ভ্রমণেচ্ছুকদের জন্য সুখবর
ভ্রমণের ব্যাগে এগুলো নিয়েছেন তো?

আপনার মতামত লিখুন