বিদেশিদের ভ্রমণ নিষিদ্ধ করছে জাপান

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বিদেশি ভ্রমণকারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে জাপান। যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনা যেসব দেশে শনাক্ত হচ্ছে সেসব দেশের অনাবাসী ভ্রমণকারীদের প্রবেশ সোমবার থেকে নিষিদ্ধ করা শুরু করেছে টোকিও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত শুক্রবার জাপানে নতুন করে তিন হাজার ৮২৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়। আর আগের দুই দিন ধরে দেশটিতে টানা সংক্রমণ বেড়েছে। এরপেরই বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস।
যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস বেশি সংক্রামক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এমন অবস্থায় আসন্ন নববর্ষের ছুটির সময়ে নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ইয়োশিদি সুগা। তিনি বলেন, ‘ভাইরাসটি কোনও ছুটি মানবে না।’ মন্ত্রীদের সতর্কতার মাত্রা বাড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি ভাইরাস মোকাবিলার পদক্ষেপ জোরালো করার পরামর্শ দেন তিনি।
আপনার মতামত লিখুন