বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সীমানার ওপারে

পর্যটকদের জন্য উন্মুক্ত হলো জাপান

ডেস্ক রিপোর্ট
২৮ মে ২০২২

অবশেষে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর পর্যটকদের জন্য উন্মুক্ত হলো জাপান। ফলে এখন থেকে জাপান ভ্রমণে আর কোনো বিধিনিষেধ থাকছে না। বিশ্বের ৯৮ টি দেশ ও অঞ্চলের জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে দেশটি।

করোনা মহামারির কারণে বিশ্বের যেসব দেশ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তার মধ্যে জাপান অন্যতম। দীর্ঘ দুই বছর পর পর্যটকদের জন্য দেশটির ভ্রমণ সুবিধা উন্মুক্ত করাকে অনেকে গুরুত্বপূর্ণ সময় বলে উল্লেখ করেছেন।

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় ১৪ পর্যটক নিহত

পর্যটকদের জন্য ভ্রমণ সুবিধা উন্মুক্ত করা হলেও কিছু বিধিনিষেধ এখনো থাকবে বলে জানিয়েছে জাপান। 

আগামী ১ জুন থেকে দেশটিতে বিদেশি নাগরিক, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা ভ্রমণ করতে পারবেন। 

উল্লেখ্য, চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জাপানে প্রবেশের অনুমতি দেয় দেশটির কর্তৃপক্ষ।

করোনার কারণে জাপান সবচেয়ে বেশি সময় ধরে পর্যটকদের ভ্রমণ বন্ধ রাখে। ২০২০ সালের দিকে দেশটিতে প্রায় পর্যটক ভ্রমণ ৯০ শতাংশ কমে যায়।

ই-ক্যাব নির্বাচন : ‘চেঞ্জ মেকার্স’ টিমের ৯ সদস্যের প্যানেল ঘোষণা
রবিবার থেকে খুলনা-কলকাতা রুটে চলবে মৈত্রী এক্সপ্রেস

আপনার মতামত লিখুন