পিসিআর টেস্ট ছাড়াই ইংল্যান্ড যাওয়া যাবে

ইংল্যান্ডে ভ্রমণের ক্ষেত্রে পিসিআর টেস্টের নিয়ম শিথিল করা হচ্ছে। দেশটির পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের অনুরোধের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
নতুন এ নিয়ম অনুযায়ী, করোনা টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীদের ইংল্যান্ডে ভ্রমণের আগে কোনো (করোনা) টেস্ট করতে হবে না। এছাড়া সেচ্ছায় আইসোলেশন বা নিঃসঙ্গবাসের নিয়মও বাদলানো হচ্ছে।
পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের অনুরোধের প্রেক্ষাপটে এ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার থেকে এ নিয়ম কার্যকর হবে।
চলমান নিয়ম অনুযায়ী, টিকার পূর্ণ ডোজ নেয়া ১২ বছরের বেশি বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে যুক্তরাজ্যে ভ্রমণের আগে অবশ্যই পিসিআর টেস্টের নেগেটিভ ফলাফল দেখাতে হতো।
যুক্তরাজ্য ভ্রমণের দুইদিন আগে বাধ্যতামূলকভাবে এ টেস্ট করাতে হতো। টিকার পূর্ণ ডোজ নেয়া ব্যক্তিদেরও ভ্রমণ শুরুর দুই দিনের মধ্যে আবার পিসিআর টেস্ট করতে হতো।
আর এ ফলাফল না আসা পর্যন্ত তাদের থাকতে হতো আইসোলেশনে। এবার তা আর লাগছে না।
আপনার মতামত লিখুন