বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সীমানার ওপারে

বাংলাদেশিদের পদচারণায় মুখর কলকাতা

নিজস্ব প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২২

করোনা পরিস্থিতি প্রায় স্বাভাবিক হওয়ায় ভারত-বাংলাদেশের মধ্যে ভিসাব্যবস্থা সহজ হয়েছে। আবারও পর্যটন ভিসা দেওয়ায় স্বস্তি এসেছে বাংলাদেশি পর্যটকদের মধ্যে।

দলে দলে বাংলাদেশি পর্যটকের দেখা মিলল বাংলাদেশি হোটেল পাড়া বলে পরিচিত মধ্য-কলকাতার নিউমার্কেট এলাকায়।

২৯ মার্চ থেকে ভারত সরকার পর্যটন ভিসায় সীমান্ত খুলে দিয়েছে; ফলে বেড়েছে বাংলাদেশি পর্যটকের সংখ্যা। এতে কলকাতায় ভিড় বেড়েছে বাংলাদেশিদের।

বাংলাদেশি পর্যটকরা মনে করেন, দুই দেশের মধ্যে মানুষে মানুষে যোগাযোগ আগের চেয়ে অনেক বাড়লেও সীমান্তে কাস্টমস এবং ইমিগ্রেশনসংক্রান্ত নানা জটিলতার কারণে, অনেকে ইচ্ছে থাকা সত্ত্বেও ভারতে যেতে পারেন না। তাই দুই দেশের সরকারের প্রতি তাদের আহ্বান, সীমান্তে পর্যটকবান্ধব হোক ভারত-বাংলাদেশের ইমিগ্রেশন ও কাস্টমস ব্যবস্থাপনা।

এক টাকায় ওয়ালটন ফ্রিজ পেলেন নুরুল আমিন!
চট্টগ্রামের পর্যটনশিল্প ঘিরে পাল্টে যাবে দেশের অর্থনীতি

আপনার মতামত লিখুন