শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
মতামত

চেঞ্জ উই নিড!

মিজান বিন মজিদ
১৮ জুলাই ২০২০

মানুষের সবচে বড় শক্তি কী জানেন? জানেন না! হয়তো ভুল জানেন। আধেক জানেন।আধেক ফাঁক! জীবন, আস্ত জীবনের মালিক আপনি:এটাই বড় শক্তি...।এটা বায়বীয় সত্য! জীবন তো তেলাপোকারও আছে...।

চিন্তার ক্ষমতাই হলো আমার আপনার সবচে বড় ধন;অমূল্য রতন। কত ভাবেই ভাবতে পারেন,ভেবেছেন কী! এই বিস্তর চিন্তারাজ্য আপনার তা নিয়ে কী চিন্তা করেছেন! করেন নি! আজই চিন্তায় দিন মন :সময় অগণন। চিন্তাবিদ চিন্তক হিসেবে আমায় কেউ গণ্য করলে বর্তে যেতাম!!! কেউ কী আদর করে ডাকবেন আমায়, 'চিন্তক মিজান বিন মজিদ'! অথবা চিন্তাবিদ মিজান বিন মজিদ!

পারস্যচিন্তক লিখেছেন, "কোথায় ছিলাম কেন আসা এই কথাটি জানতে চাই, জন্মকালে এই কথা তো তেমন কেউ শুধায় নাই!"

ওমর খৈয়াম এর অভূত বাণী নিয়েই ভাবছি। চিন্তিত।প্রশ্নবাণ ঘুরে ঘুরে কুরে কুরে ব্যতিব্যস্ত করছে আমায়! এই বলিহারি জীবন, বর্ণাঢ্য মরণ অথবা পদ পদবী এইসবের অন্তর্নিহিত 'ভাব' কী? কেউ সামান্য নিয়ে অসামান্য আনন্দে দিন পার করছেন। কেউ অভাবিত অট্টালিকা নিয়েও নাখোশ...।

ইতিবাচক নেতিবাচক দুই প্রত্যয় সুলভ হওয়া সত্ত্বেও ন-অর্থকতায় ঝুঁকছে মানুষ। কেন কী কারণে অমন মতিভ্রম? জগতময় অমোচনীয় বৈষম্য।অলঙ্ঘ্য সাম্প্রদায়িকতা।দুর্ভেদ্য পাপাচার। দুর্বোধ্য রাজকাহন।অথচ কী নাদান আমি! প্রকৃতির কাছে কতটা নস্যি আমার আমাদের এই কারদানি!

আশৈশব যে সবে মিশেছে যার প্রণয় প্রত্যয় সে পারে না তা অতিক্রম করতে। প্রায়শ পিতার মাতার ভাবনাচিন্তার বলয়ে বেড়ে উঠে সন্তান। এটা তো নেহায়েত দৈব। বংশের বাবার মায়ের ওজস্বিতা বা তেজস্বিতাই কী তবে শেষ আরাধ্য? না,তা হবে কেন? চেঞ্জ ইওর থিংকিং প্রসেস। বাবার ঔরস মায়ের মাতৃত্ব অতুল্য অমোঘ।কিন্ত চিন্তায় বাবাকে ছাড়াও! মায়ের মুখ উজল করতেই হবে নবতর উদ্ভাবন দিয়ে...।

প্রতিদিন একই সরল রেখায় জীবন চলবে না। চালাইও না।ধ্যানে যাও। জ্ঞানে নাও। প্রাণের আওয়াজ শোন। অন্তরের অভ্যন্তর স্পর্শ করো। পরানের গহীন গহনে হিরে মুক্তো জড়ো করো। অনাবিষ্কৃত জগতের শুভ উদ্বোধন ঘোষণা কর। নিজেকে আয়নায় নাও, নিজেরই!

এত অল্পে তুষ্ট কেন তুমি!

তোমার তেজে ত্যাগে চুমু খাক তোমারই জন্মভূমি!!!

চিন্তার চাষ হোক।চিন্তার পাঠ হোক। ভাবনার বলয় বাড়ুক। খোলনলচে পালটে দেয়ার মত সকল শক্তিই তোমার আমার চিন্তাজগতকে ভূমিকম্পের মত নাড়িয়ে দিক।এক্ষণ। হুম এক্ষণই...।

লেখক: সহকারী অধ্যাপক, মির্জাপুর ক্যাডেট কলেজ

সড়ক দুর্ঘটনায় আহত সাখাওয়াতের অপারেশন সফল
ওয়ালটন ইনভার্টার এসিতে ব্যাপক মূল্যছাড়

আপনার মতামত লিখুন