সুবর্ণচরের প্রবীণ সাংবাদিক আবদুল কাইয়ুমের ইন্তেকাল

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সুবর্ণচর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাইটিভি’র সুবর্ণচর উপজেলা প্রতিনিধি আবদুল কাইয়ুম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ২ টায় সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। দীর্ঘদিন তিনি কিডনি ও লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন।
সাংবাদিক আবদুল কাইয়ুম দৈনিক নয়াদিগন্ত, দৈনিক খোলা কাগজ, দৈনিক সংগ্রামসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন। এছাড়াও তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আবদুল কাইয়ুম লক্ষীপুর জেলার রামগতি উপজেলায় জন্মগ্রহণ করেন। চাকুরি জনিত কারনে তিনি সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে বসতবাড়ি নির্মাণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর খবরে সামাজিক, রাজনীতিবিধ ও গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন