শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
অর্থনীতি

উত্তরাঞ্চ‌লের ডি‌স্ট্রিবিউটর‌দের নি‌য়ে অনুষ্ঠিত হলো ওয়ালটন পার্টনার্স মিট

অনলাইন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২২
বক্তব্য রাখছেন ডেপু‌টি ম‌্যা‌নে‌জিং ডি‌রেক্টর এমদাদুল হক সরকার

বক্তব্য রাখছেন ডেপু‌টি ম‌্যা‌নে‌জিং ডি‌রেক্টর এমদাদুল হক সরকার

ওয়ালট‌ন গ্রুপের উত্তরাঞ্চ‌লের ডি‌স্ট্রিবিউটর‌দের নি‌য়ে বগুড়ায় হ‌য়ে গে‌ল ‘ওয়ালটন পার্টনার্স মিট ২০২২’। শ‌নিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বগুড়ার পাঁচ তারকা হো‌টেল মমইনের কন‌ভেনশন সেন্টা‌রে সভা শুরু হয়। চ‌লে বিকেল ৩টা পর্যন্ত।

‌বি‌থি রানী স‌রকা‌রের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব‌্য রা‌খেন ওয়ালটন হাইটেকের নির্বাহী পরিচালক ম‌নিরুল হক। অনুষ্ঠা‌নে প্রধান অতিথি ছি‌লেন ওয়ালট‌ন গ্রুপের ডেপু‌টি ম‌্যা‌নে‌জিং ডি‌রেক্টর এমদাদুল হক সরকার।

এমদাদুল হক সরকার তার বক্ত‌ব্যে ব‌লেন, ‘ওয়ালটন আপনা‌দের ভা‌লোবাসার প্রোডাক্ট, আপনা‌দের ভা‌লোবাসার ব্র‌্যান্ড। ব‌্যবসা‌ কর‌তে এবং প‌রি‌ধি বাড়া‌তে হ‌লে ব‌্যবসা‌ বুঝ‌তে হ‌বে। ব‌্যবসা‌কে ভা‌লোবাস‌তে হ‌বে।’

ব‌্যবসা‌ গ‌তিশীল কর‌তে উত্তরাঞ্চল থে‌কে আগত ডি‌স্ট্রিবিউটর‌দের দিকনি‌র্দেশনা দি‌তে গি‌য়ে এমদাদুল হক সরকার ব‌লেন, ‘শুধু বাংলা‌দেশে নয়, ওয়ালটন‌কে বি‌শ্বে মাথা উঁচু ক‌রে দাঁড় করা‌তে চেয়েছিলাম আমরা। এটা সম্ভব হয়েছে, আপনা‌দের কার‌ণে। আপনারা ওয়ালটন থেকে লাভ করুন। আপনারা কর্মচারী‌ রে‌খে‌ছেন, তা‌দের আপনা‌দের দেখ‌তে হয়। যে কার‌ণে আপনা‌দের লাখ কর‌তেই হ‌বে।’

ওয়ালট‌নের ডেপু‌টি ম‌্যা‌নে‌জিং ডি‌রেক্টর আরও ব‌লেন, ‘কোম্পানির সেল বাড়া‌তে হ‌লে আপনা‌দের অধী‌নে যারা কাজ ক‌রেন, তা‌দের খোঁজখবর নি‌তে হ‌বে। তা‌দের ভালোম‌তো দিকনি‌র্দেশনা দি‌তে হ‌বে। এ জন‌্য আমি অনু‌রোধ কর‌বো, আপনা‌দের যে সকল কর্মকর্তা-কর্মচারি‌ আছে, তা‌দের নি‌য়ে প্রতি‌দিন সকা‌লে অন্তত পাঁচ মি‌নিট আলোচনা করুন। তা‌দের কা‌জ ভাগ ক‌রে দিন। দেখবেন তা‌দের মা‌ঝে উদ্দীপনা বাড়‌বে।’

এমদাদুল হক সরকার আরও ব‌লেন, ‘ব‌্যবসায় সিজন এবং অফ-সিজন থাক‌বেই। কিন্তু আপনারা চেষ্টা কর‌বেন সারা বছরই যেন ওয়ালট‌নের সিজন থা‌কে। এ জন‌্য আপনারা বি‌ভিন্ন অফার দে‌বেন। আমা‌দের সঙ্গে আলোচনা কর‌বেন।’

অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন ওয়ালট‌নের সি‌নিয়র এক্সিকিউটিভ ডি‌রেক্টর ও সিএমও ফি‌রোজ আলম, সি‌নিয়র এক্সি‌কিউটিভ ডি‌রেক্টর চিত্রনায়ক আমিন খান, এক্সিকিউটিভ ডি‌রেক্টর ম‌নিরুল হক, এক্সিকিউটিভ ডি‌রেক্টর শ‌হিদুজ্জামান রান‌া ও চিত্রনা‌য়িকা অ‌পু বিশ্বাস।

ডি‌স্ট্রিবিউটরদের মধ্যে থেকে বক্তব‌্য রা‌খেন নওগাঁ জেলার রানীনগ‌র উপজেলার হাজী টেলিকম এন্ড ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম, নীলফামা‌রীর এআর ইলেকট্রনিক্সের খা‌দেমুল ইসলাম, জয়পু‌রহা‌টের আপন ইলেকট্রনিক্সের মো. সা‌নোয়ার।

উত্তরাঞ্চ‌লের ডিস্ট্রিবিউটরদের সঙ্গে ওয়ালট‌নের নির্বাহী প‌রিচালক‌দের মত‌বি‌নিয় শে‌ষে বিকেলে সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়।

মুজিববর্ষের ঘরের আঙিনায় চন্দ্রকলির বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন
গজনী অবকাশ পর্যটনকেন্দ্র পরিদর্শন পর্যটন সচিবের

আপনার মতামত লিখুন