শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়

ঢাকায় পর্যটন মেলা স্থগিত

অনলাইন ডেস্ক
০২ মার্চ ২০২০

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়েপড়া করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্টের ১৭তম আয়োজন-ইউএস বাংলা - ঢাকা ট্রাভেল মার্ট ২০২০ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ১২ থেকে ১৪ মার্চ রাজধানীর সোনারগাঁও হোটেলে এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিস্থিতির উন্নতি ঘটার সঙ্গে সঙ্গেই ঢাকা ট্রাভেল মার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে।

বাংলাদেশ, ভারত, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের প্রায় ১০০ প্রতিষ্ঠান ও সংস্থা এবারের মেলায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছে। আয়োজকরা এ বছর রেকর্ডসংখ্যক দর্শনার্থীর আগমন প্রত্যাশা করছিল। আয়োজনকারী প্রতিষ্ঠান দি বাংলাদেশ মনিটরের সম্পাদক এবং আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম বলেন, 'বর্তমান পরিস্থিতি আমাদের সবার নিয়ন্ত্রণের বাইরে। দেশ-বিদেশের সব সম্মানিত পার্টনার, অংশগ্রহণকারী, দর্শনার্থী ও সংশ্নিষ্ট অন্যদের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ হওয়ায় আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না।'

নেত্রকোনার দুর্গাপুর যেন পৃথিবীর বুকেই স্বর্গ
রাস্তা নেই যে গ্রামে

আপনার মতামত লিখুন