বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়

ভ্রমণ ভিসা আরও সহজ করার কথা ভাবছে পর্যটনসংশ্লিষ্টরা

নিজস্ব প্রতিবেদক
০২ জুন ২০২২
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

দেশে বিদেশি পর্যটক আনতে ভিসা প্রক্রিয়া সহজ করার কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বৃহস্পতিবার (২ জুন) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ট্রিপলাভার ঢাকা ট্রাভেল মার্ট ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন প্রতিমন্ত্রী।

৩ দিন ব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান আধ্যাপক শিবলী রুবাইয়াৎ, এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দীন, বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনসহ পর্যটন শিল্পের সাথে জড়িত বিশিষ্টজনরা।

এবারের মেলায় প্রায় ৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাও রয়েছে। বক্তারা করোনা পরবর্তী সময়ে দেশ ও দেশের বাইরে পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারকে দ্রুত উদ্যোগ নেয়ার পরামর্শ দেন।

৪ জুন পর্যন্ত রাজধানীর সোনারগাঁ হোটেলে চলবে এই পর্যটন মেলা।

ঢাকায় শুরু হলো পর্যটন মেলা
ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন পোশাককর্মী পারভিন

আপনার মতামত লিখুন