সোমবার, ০৬ মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয়

ভ্রমণে নতুন শর্ত সরকারের

নিজস্ব প্রতিবেদক
০৬ জানুয়ারি ২০২২

টিকার সনদ না থাকলে ভ্রমণে যাওয়া যাবে না। টিকার সনদ ছাড়া শপিং মল এবং রেস্টুরেন্টে খাওয়া যাবে না। সনদ না থাকলে বিমান, ট্রেন এবং লঞ্চেও চলাচল করা যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

ব্রিফিংয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেওয়া না থাকলে ১২ বছরের ঊর্ধ্বের শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে না। এছাড়াও মাস্ক ছাড়া বাইরে যেতে পারবেন না কেউ।”

তিনি বলেন, “টিকাদান কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে, বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম অবশ্যই আরও বাড়াতে হবে।”

খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, “করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ নিয়ন্ত্রণে গণপরিবহনে অর্ধেক সিট ফাঁকা রেখে যাত্রী চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভাড়া বাড়ানো যাবে না। এটি সংশ্লিষ্টদের বলে দেওয়া হবে। এছাড়াও সভা-সমাবেশ এবং সামাজিক অনুষ্ঠানে মানুষের উপস্থিতি সীমিত রাখতে হবে।”

ভ্রমণে কাতারের ‘বিশেষ লাল তালিকায়’ বাংলাদেশ
পটুয়াখালীর পর্যটনশিল্প ঘিরে একগুচ্ছ পরিকল্পনা

আপনার মতামত লিখুন