মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
উদয় হাকিমের ভ্রমণ কাহিনী

বিশ্বকাপ জিতবে বাংলাদেশ!

উদয় হাকিম, ডাবলিন (আয়ারল্যান্ড) থেকে
২১ মে ২০১৯
মাশরাফি বিন মুর্তজার হাতে ত্রিদেশীয় সিরিজের ট্রফি তুলে দিচ্ছেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এবং লেখক উদয় হাকিম

মাশরাফি বিন মুর্তজার হাতে ত্রিদেশীয় সিরিজের ট্রফি তুলে দিচ্ছেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এবং লেখক উদয় হাকিম

ক্রিকেট আসলে অনিশ্চয়তার খেলা। ধারাভাষ্যকাররা যাকে বলেন, গৌরবময় অনিশ্চয়তা! ক্রিকেট অঘটন ঘটন পটিয়সী। ক্রিকেট কাউকে হাসায়, কাউকে কাঁদায়। দিন যার ভালো যায় সে-ই হাসে। তাই বলে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে! এটা স্বাপ্নিক কল্পনা হলেও কেউ কেউ সেটা বিশ্বাস করেন। তাঁদের মতে, আয়ারল্যান্ডে ওয়ালটন ত্রিদেশীয় কাপ বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। অনেক অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন মাশারফিরা। এখন বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল বাংলাদেশ।

ডাবলিনে কথা হচ্ছিলো পুরনো ঢাকার বাসিন্দা মোহাম্মদ শাহিনের সঙ্গে। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। তাঁর ধারণা এবার ফাইনাল খেলবে বাংলাদেশ। যুক্তি দেখালেন, এর আগের বার (২০১৭ সালে) আয়ারল্যান্ডে খেলে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েছিলো বাংলাদেশ। সেবার আমরা সেমিফাইনাল খেলেছিলাম। এবার ত্রিদেশীয় সিরিজের ট্রফি দাপটের সঙ্গে জিতে লন্ডন যাচ্ছি। তাই এবার বিশ্বকাপে ফাইনাল খেলব! চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ!

গল্পের মতো করে জানালেন, চট্টগ্রামে একবার পাকিস্তানের সঙ্গে খেলা হচ্ছিলো। পাকিস্তানের অধিনায়ক ওয়াসিম আকরাম বাংলাদেশকে বলেছিলেন, তোমরা আগে ব্যাট করো। তাহলে খেলা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। টসের দরকার নাই। এখন সেই পাকিস্তানকে বলে কয়ে হারায় বাংলাদেশ। দল এবার অনেক শক্তিশালী। এতো অল রাউন্ডার আমাদের দলে।

দেশ অন্তঃপ্রাণ শাহিনের মতে, পৃথিবীর কারো শক্তি নাই বাংলাদেশকে হারাবে। এবার কাপ জিতবে বাংলাদেশ! আয়ারল্যান্ডে ওয়ালটন ত্রিদেশীয় কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশের সাহস অনেক বেড়ে গেছে। একটু ভাবুন, ২৫০ বছর আগে যুক্তরাজ্য কল্পনাও করেনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজাতে হবে তাদের দেশে। ৫০ বছর আগেও আমরা ভাবিনি আমরা এভাবে স্বাধীন জাতি হিসেবে পৃথিবী দাঁপিয়ে বেড়াব।

শাহিনের মতো বাংলাদেশ দলের আরেক অন্ধ ভক্ত চঞ্চল। দক্ষিণ আয়ারল্যান্ডের লিমেরিকের বাসিন্দা তিনি। ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচেই মাঠে ছিলেন। কাটার মোস্তাফিজের ফ্যান চঞ্চল বলেন, আমিতো খুবই এক্সাইটেড। আমার বিশ্বাস বিশ্বকাপ জিতবে বাংলাদেশ। এবার দল খুব ভালো। ত্রিদেশীয় কাপ জয়ের খড়া কাটিয়েছে। সামনে বিশ্বকাপের মতো বড় কাপ জিতব আমরা।

ডাবলিনের মালাহাইড গ্রাউন্ডে স্ত্রীকে সঙ্গে নিয়ে খেলা দেখতে এসেছিলেন টিপু। স্কটল্যান্ডের গ্লাসগো শহরে থাকেন তারা। বাংলাদেশের জাতীয় পতাকার মতো করে জামা পরেছিলেন দুজনেই। এই দম্পতি বাংলাদেশ ক্রিকেট দলের একনিষ্ঠ ভক্ত। লন্ডনের মাঠে বসে খেলা দেখবেন জানিয়ে বললেন, অবশ্যই বিশ্বকাপে চমক দেখাবে বাংলাদেশ!

তবে আয়ারল্যান্ডের মাঠে খেলা দেখতে আসা অনেকেই আবার অতি হিসেবী মন্তব্য করেছেন। নিয়মিত যারা বিভিন্ন দলের খেলা দেখেন তাদের মতে, অত বেশি প্রত্যাশা করা ঠিক হবে না। তবে পজিটিভ রেজাল্ট আশা করি। তাদের একজন সাইফুল ইসলাম। স্কটল্যান্ড থেকে খেলা দেখতে এসেছিলেন। বললেন, বাস্তবতা বুঝে- পরিস্থিতি বুঝে খেলতে হবে। ইংল্যান্ড একেবারেই ভিন্ন কন্ডিশন। আয়ারল্যান্ডের সঙ্গে আবহাওয়ার মিল থাকলেও উইকেট হবে সম্পূর্ণ ভিন্ন। সুতরাং কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে। সে পরীক্ষায় কতখানি সফল হয় তা সময়ই বলে দেবে।

শিবলী এবং নয়ন দুই বন্ধু। তাদের কথা- দলের এ্যাপ্রোচ ভালো হতে হবে। বিশ্বকাপটা বাংলাদেশের জন্য কঠিন হবে জানিয়ে বললেন, ভালো ফল করা অসম্ভব কিছু না।

বাংলাদেশ দলের আরেক ভক্ত রফিক খান। তিনি বলেন, দল এবার অনেক শক্তিশালী। কদিন আগেও টিভি মাইকে ক্রিকেটাররা বলতেন, যদি আমরা ভালো ক্রিকেট খেলি তাহলে আমরা জিতব। এখন সেদিন নেই আমাদের। এতো অভিজ্ঞ খেলোয়াড় আছে বাংলাদেশ দলে যা অন্য কোনো দলে নেই। অভিজ্ঞতায় আমরা এগিয়ে। এখন মাঠে সেটার প্রমাণ দিতে হবে। হেসে বললেন, দল ভালো করুক, মন্দ করুক সব সময় পাশে আছি। দেশকে ভালোবাসি। দেশের ক্রিকেটকে ভালোবাসি।

আয়ারল্যান্ডে মাঠ জুড়ে বাংলাদেশ!
ক্রিকেট ভক্ত শাহীনের গল্প

আপনার মতামত লিখুন