রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
গাঁও গেরাম

সুবর্ণচরে তরিকা সায়েদ ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা

আরিফুর রহমান, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
২৯ ডিসেম্বর ২০২৪

নোয়াখালী সুবর্ণচরে তরিকা সায়েদ ফাউন্ডেশনের উদ্যোগে কুরআনের খুদে হাফেজদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৮ ডিসেম্বর) শনিবার সকালে উপজেলার চরবাটা খাসের হাট জামে মসজিদ মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে তরিকা সায়েদ ফাউন্ডেশনের সভাপতি ও চরবাটা ইসমাইলিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও চরবাটা ইসমাইলিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন।

এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে অংশগ্রহণ করেন সৈকত সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোনায়েম খান, ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ, চর জুবিলী রব্বানীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামি সুবর্ণচর উপজেলার আমির মাওলানা জামাল উদ্দিন, চরবাটা মহিলা মডেল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খোবায়েব হোসেন, উপজেলা যুবদল নেতা বেলাল হোসেন সুমন, চরবাটা খাসের হাট জামে মসজিদের খতিব মাওলানা আহছান উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী বাহা উদ্দিন সোহেল ও পরিবেশ উন্নয়নের সংগঠক শাখাওয়াত উল্লাহ। 


অনুষ্ঠান বিভিন্ন সেশনে সঞ্চালনার দায়িত্ব পালন করেন চরবাটা খাসেরহাট জামে মসজিদের সহকারি ইমাম মো. আজিজুল হক, চরবাটা সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক রাশেদ আনোয়ার হোসেন, গোল্ডেন ভিশন একাডেমীর প্রধান শিক্ষক হানিফ মাহমুদ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীদের বাছাইয়ের জন্য প্রধান বিচারক হিসেবে হাফেজ শরীফুল ইসলাম, হাফেজ মাহমুদ হাসান, হাফেজ মোহাম্মদ উল্লাহ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। 

সারাদিনের অনুষ্ঠানটিতে সুললিত কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন হিফজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে হাফেজরা।

অনুষ্ঠান বিজয়ী হাফেজদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট, বই, সনদপত্র ও গাছের চারা তুলে দেন অতিথিরা। 

সুবর্ণচরে তরিক সায়েদ ফাউন্ডেশন কর্তৃক ২য় বারের মতো আয়োজিত অনন্য এই অনুষ্ঠানে মোট ১৩ টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন হাফেজ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে।

সুবর্ণচরে করিম বাজার ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
দুর্যোগে ক্ষতি থেকে বাঁচাতে পারে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিমা

আপনার মতামত লিখুন