শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সীমানার ওপারে

সৌদি নাগরিকদের ভ্রমণে করোনা টিকার আবশ্যকতা উঠে যাচ্ছে

অনলাইন ডেস্ক
১১ জানুয়ারি ২০২১

সৌদি নাগরিকদের অন্য দেশে ভ্রমণের জন্য ৩১ মার্চ থেকে কোভিড-১৯ টিকা নেয়ার বাধ্যবাধকতা থাকবে না। শনিবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই কথা বলেন।

এর আগে শুক্রবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী ৩১ মার্চ থেকে ভ্রমণের জন্য স্থল, নৌ ও বিমানবন্দর খুলে দেয়ার এবং বিমানসহ যানবাহনের স্বাভাবিক চলাচল শুরু করার ঘোষণা দেয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মোহাম্মদ আল-আবদ আল-আলি বলেন, ‘এমন কোনো শর্তই নেই যে ভ্রমণ করতে হলেই টিকা দেয়া লাগবে।’

তিনি বলেন, ’অন্য দেশ হয়তো এই বাধ্যবাধকতা প্রয়োগ করতে পারে কিন্তু রাষ্ট্রের এমন কোনো শর্ত নেই।’

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরবরাহ করা হেলথ পাসপোর্ট বর্তমানে দেশের বাইরে জরুরি প্রয়োজনে ভ্রমণ করতে যাওয়া যাত্রীদের বহন করতে হয়। সৌদি অথরিটি ফর ডাটা অ্যান্ড আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের সহায়তায় ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে পাওয়া এই পাসপোর্টে বহনকারীর টিকা নেয়ার প্রমান সংযুক্ত থাকে।

এদিকে শনিবার সৌদি আরবে করোনাভাইরাস সংক্রমণের ১১০টি নতুন তথ্য পাওয়া গেছে। এই নিয়ে দেশটিতে সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৬৩ হাজার ৬৯২।

‘হাজারিখিল অভয়ারণ্য’ একটি অসাধারণ প্রাকৃতিক ভ্রমণ স্পট
পর্যটন শিল্পের উন্নয়নে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে

আপনার মতামত লিখুন