মাশরাফির হাতে ট্রফি তুলে দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি: উদয় হাকিম

ড্রেসিং রুমের সামনে বাংলাদেশের ক্রিকেটাররা মেতে উঠলেন উল্লাসে। গ্যালারিতে শখানেক বাংলাদেশি দর্শকের গগণবিদারী আনন্দ চিৎকার। উৎসবের এই আবহে মিলিয়ে গেল অতীতের সব বেদনা। অবসান হলো বাংলাদেশের ক্রিকেটের দীর্ঘ যন্ত্রণাময় অপেক্ষার। ধরা দিল আন্তর্জাতিক ট্রফি! রোমাঞ্চকর রান তাড়ায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপার স্বাদ পেল বাংলাদেশ। বাংলাদেশের এ কাব্যিক জয়ের পর মাশরাফির হাতে ট্রফি তুলে দিয়েছেন দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট স্বনামধন্য বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম। আয়ারল্যান্ডের ডাবলিনে ইতিহাসের সাক্ষী হয়ে গেলেন তিনি। পুরো বাংলাদেশ যখন জয়ের আনন্দে ভাসছে, তখন তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে বেশ উচ্ছ্বসিত হয়ে উদয় হাকিম বলেন, এটি একটি ঐতিহাসিক বিজয়। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এই দিনটির জন্য অপেক্ষায় ছিলেন। স্বাধীনতার পর আমাদের সবচেয়ে বড় অর্জন ক্রিকেট। ক্রিকেট বাংলাদেশকে দু’হাত ভরে দিচ্ছে।
তিনি আরও বলেন, 'প্রথম কোনো ত্রিদেশীয় টুর্নামেন্টের ট্রফি জয় করায় ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ দলকে অভিনন্দন। টুর্নামেন্টর স্পন্সর হওয়ায় ওয়ালটন এই গৌরবের সাক্ষী হয়ে থাকলো। অধিনায়ক মাশরাফির হাতে ট্রফি তুলে দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আশা করছি এবার বিশ্বকাপেও বাংলাদেশ ভালো করবে। দেশের সবাইকে ওয়ালটনের পক্ষ থেকে অভিনন্দন।'
আপনার মতামত লিখুন